Posts

Showing posts from September, 2020

মিশরে চলমান সিসি বিরোধী আন্দোলনের নেপথ্যে কে বা কারা?

Image
    স্পেনে স্বেচ্ছা নির্বাসনে থাকা মোহাম্মদ আলি একই সঙ্গে একজন ইজিপশিয়ান ধণাঢ্য ব্যবসায়ী, অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং রিয়েল এস্টেট বিনিয়োগকারী, যিনি দেশ ছেড়ে পালানোর আগে দীর্ঘ ১৫ বছর ধরে মিশরের সেনাবাহিনীর ঠিকাদার হিসাবে কাজ করেছেন। এরপর তিনি স্পেনে পালিয়ে যান। দেশে থাকতে মোহাম্মদ আলি কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, এমনকি কোনো সংগঠনের কর্মী হিসাবেও কাজ করেননি। জীবনে একবারই মিছিলে গেছেন ২০১২ সালের নভেম্বরে, তৎকালীন প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে। সেই তিনিই কিনা মিশরে গতবছর সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোড়ন তৈরি করেছেন। শুধুমাত্র সোশ্যাল মাধ্যমে স্বৈরাচার সিসি এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে ধারাবাহিক ভিডিও বের করেই তিনি গতবছর মিশরের জনগণের নায়ক বনে গিয়েছিলেন। ২০১৩ সালে আরব-ইজরায়েলের সম্মিলিত ষড়যন্ত্রে সামরিক অভ্যুত্থানে মুরসির পতনের পর গতবছর মিশরের সরকার বিরোধী যে ব্যাপক আন্দোলন হয়েছিল তার নেতৃত্বও দিয়েছিলেন আলী। যদিও সিসি বিরোধী বেশ কিছু নির্বাসিত অনলাইন এক্টিভিস্ট আলীকে সর্বাত্মক সহযোগিতা করছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কিছু জনপ্রিয় গণমাধ্যমও ...