টুইটারে একাউন্ট খোলার নিয়ম

 

টুইটার একাউন্ট খুলবেন কিভাবে?

 টুইটার কি। টুইটার একাউন্ট খোলার নিয়ম। - Ask Me Bangla - ইন্টারনেট শেখো  বাংলাতে

 

বর্তমানে দেশবিদেশের খবরাখবর হোক বা বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ, গল্প, টাইম পাস সব কিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সাধারণত আমরা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হিসাবে ফেসবুক কে বেশি ব্যবহার করে থাকি। তবে যেকোন দেশীয়-আন্তর্জাতিক ইস্যুতে বিশ্বের নজর কাড়ার জন্য কিংবা ব্যাপক আকারে ক্যাম্পেইনের জন্য টুইটারের বিকল্প কোন শক্তিশালী প্লাটফর্ম এখনো গড়ে উঠেনি।

তবে আমরা বাংলাদেশীরা ফেসবুকের মতো  টুইটার সেইভাবে ইউজ করিনা। আমাদের মধ্যে অনেক বন্ধু আছেন যারা Twitter ব্যবহার করতে চান, কিন্তু জানেন না কিভাবে সেখানে একাউন্ট বানাতে হয়, তাই আমি এই আর্টিকেলে আলোচনা করবো কিভাবে নিজেই একটি টুইটার একাউন্ট খুবনেন।

টুইটার কী? টুইটার এর কাজ কি? (What is Twitter and How does it work)

Twitter account  খোলার নিয়ম গুলি জানার আগে আমরা টুইটার সম্পর্কে কিছু জেনে নেয়। এটি মূলত একটি মাইক্রো ব্লগিং সাইট। একে বলা হয় Real time social networking সাইট। এখানে টুইটার ব্যবহারকারীরা তাঁদের মুহূর্তগুলো শেয়ার করে থাকেন। ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। তবে ২০০৬ এর জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। টুইটারের মূল কার্যালয় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে। এ ছাড়া টেক্সাসের সান অ্যান্টোনিও এবং ম্যাসাচুসেটসের বস্টনে টুইটারের সার্ভার ও শাখা কার্যালয় রয়েছে। বিশ্বব্যাপী বর্তমানে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ৩৩ কোটি ২০ লাখেরও বেশি। বিশ্বের জনপ্রিয় তারকা, খ্যাতিমান রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রভাবশালী দেশগুলোর প্রধানেরাও টুইটার নিয়মিত ব্যবহার করেন। টুইটারে আপনি শর্ট স্টোরিজ বা ম্যাসেজ পাঠাতে পারবেন।

একটি টুইট আপনাকে ২৮০ টি অক্ষরের মধ্যে লিখতে হয়, আর টুইটারের এইটাই শ্রেষ্ঠ বৈশিষ্ট যে, স্বল্প শব্দের মধ্যে নিজের অভিমত ব্যক্ত করা। এছাড়া আপনি এখানে ছবি, ভিডিও, অডিও ইত্যাদি শেয়ার করতে পারবেন ফেসবুকের মতো। 

 ফেসবুকের মতো টুইটার আপনি মোবাইল/ট্যাব/কম্পিউটার সব জায়গায় ইউজ করতে পারবেন। তাহলে চলুন দেখেনি কিভাবে আপনি এখানে একাউন্ট বানাবেন

জেনেনিন টুইটার একাউন্ট খোলার নিয়ম গুলি(How to create twitter account

একটু নতুন টুইটার একাউন্ট এন্ড্রয়েড/ios অ্যাপ অথবা ডিরেক্ট ওয়েবসাইট থেকে ওপেন করা যায়। আমি এখানে কম্পিউটারে খুলে দেখিয়েছি,কিন্তু আপনি মোবাইলেও এই same পদ্ধতিতে একাউন্ট বানাতে পারবেন।নিচে দেওয়া নির্দেশ গুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন ১০ মিনিটে আপনার একাউন্ট তৈরী হয়ে যাবে,

1- গুগলে টুইটার সার্চ করুন –

আপনার পিসি বা মোবাইলে যেকোন ওয়েব ব্রাউজার ওপেন করুন,তারপর ” twitter.com ” লিখে সার্চ করুন।অথবা এই লিংকে ক্লিক করুন – twitter.com

টুইটার একাউন্ট কিভাবে খুলব

2- sign up করুন টুইটার একাউন্ট

টুইটার ওয়েবসাইট খুলেগেল নুতুন একাউন্ট তৈরী করতে,নীল রঙের sign up লেখা আছে ওখানে ক্লিক করুন।(sign up মানে নুতুন খাতা বা একাউন্ট তৈরী করা)

টুইটার sign up

3- নাম ও যোগাযোগের নম্বর দিন 

sign up করলেই প্রথমেই আপনার নাম ও কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে প্রথম কলমেName লিখা আছে ওখানে নিজের পুরো নাম লিখুন এবং দ্বিতীয় কলমে phone লিখা আছে ওখানে নিজের মোবাইল নম্বর দিন

আর যদি  আপনি ফোন নম্বর না দিতে চান তাহলে নিচে ইমেইল সিলেক্ট করে ইমেইল এড্রেস টা লিখুন।তারপর next এ ক্লিক করুন।

টুইটার একাউন্ট কিভাবে খুলে

4- আপনার অভিজ্ঞতা কাস্টমাইজ করুন

নেক্সট এ ক্লিক করলে একটি মিনি উইন্ডো খুলবে,যেখানে টুইটার আপনার ডাটা সংগ্রহ করবে তার পারমিশন চাইবে, যার ফলে টুইটার আপনাকে সেই কনটেন্ট সাজেস্ট করবে যা আপনি পছন্দ করেন।

আর আপনি যদি না চান টুইটার আপনাকে ট্রাক করুক তাহলে টিক মার্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে টিক মুক্ত করুন।তারপর next এ ক্লিক করুন। 

টুইটার একাউন্ট কিভাবে খুলে

5- create your account 

পুনরায় sign up এ ক্লিক করুন।

টুইটার একাউন্ট খোলার নিয়ম

6- ভেরিফাই করুন ইমেইল অথবা মোবাইলে otp সেন্ড করুন 

Phone- sign up ক্লিক করলে যদি ফোন নম্বর দিয়ে থাকেন,তাহলে ফোন নম্বর ভেরিফাই করার জন্য টুইটার আপনার ফোনে OTP সেন্ড করার জন্য পারমিশন চাইবে, ok করে দিন। দেখুন আপনার মোবাইলে ৬ ডিজিট কোড বা otp চলে এসেছে।  

Email আর ইমেইল দেওয়া থাকলে ডাইরেক্ট আপনার মেইল id তে ভেরিফিকেশন কোড চলে যাবে,এখানে কোনো পারমিশন চাইবে না।এবার সেই code মেইল থেকে কপি করে এখানে টাইপ করে নিস্চিত করুন

টুইটার একাউন্ট verify

7- ফোন নম্বর ভেরিফাই করুন

আপনার মোবাইলে যে ৬ ডিজিট কনফার্মেশন কোড বা otp এসেছে ,সেটি এখানে এন্টার করে নিস্চিত করুন।(যদি আপনি ইমেইল দিয়ে থাকেন তাহলে এই স্টেপ টি আপনার প্রয়োজন পড়বে না ) 

টুইটার কি

8- টুইটার পাসওয়ার্ড তৈরী করুন –

ফোন নম্বর বা ইমেইল ভেরিফাই হয়ে গেলে,next স্টেপ আপনাকে একটি strong পাসওয়ার্ড দিতে হবে তবেই আপনি লগইন করতে পারবেন একাউন্টে।মিনিমাম ৬ অক্ষরের পাসওয়ার্ড দিয়েদিন এবং মনেকরে কোথাও লিখে রাখুন।তারপর next এ ক্লিক করুন।

টুইটার কি কাজ

অভিনন্দন আপনার টুইটার একাউন্ট তৈরী হয়েগেছে,এবার শুধু প্রোফাইল সেটিং করলেই টুইটার ব্যবহার করতে পারেবন।

9- প্রোফাইল পিকচার দিন

এবার টুইটার একাউন্টে আপনার প্রোফাইল পিকচার আপলোড করেদিন,ছবি আপলোড করে next করুন,অথবা এখন প্রোফাইল পিকচার না দিতে চাইলে skip করেদিন।

টুইটার এর কাজ কি

10- নিজের সম্পর্কে বর্ণনা দিন

পরবর্তী স্টেপ নিজের সম্পর্কে ছোটো করে বর্ণনা দিন ১৬০ শব্দের মধ্যে,একরকম আপনার মিনি বায়োডাটা লিখুন তারপর next করুন।আর যদি এখন দিতে না চান তাহলে skip for now এ ক্লিক করুন।

টুইটার একাউন্ট খোলা

11- ভাষা সিলেক্ট করুন 

next স্টেপ আপনি কোন ভাষায় কথা বলেন সেটা টিক দিন,এবং যে ভাষাতে কনটেন্ট দেখতে চান সেটা টিক করুন।আমি এখানে বাংলা ও ইংলিশে টিক দিয়েছি আপনারা আরো যে ভাষা জানেন সেখানে টিক দিতে পারেন।তারপর নেক্সট এ ক্লিক করুন।

টুইটার একাউন্ট কিভাবে খুলে

12- পছন্দের টপিক গুলো সিলেক্ট করুন  

টুইটার আপনার কাছে জানতে চাইবে আপনার কোন টপিক ভালো লাগে,এখানে অনেক গুলো ক্যাটাগরি থাকবে যে টপিক গুলো আপনি লাইক করেন সেগুলো সিলেক্ট করুন।

আবার আপনি সার্চ করে যেকোনো ক্যাটাগরি,ideal,celebrity,নিউস যে কাউকে আপনি ফলো করতে চান তাকে সার্চ করে অ্যাড করতে পারেন। তারপর next করুন।

টুইটার এর কাজ কি

13- suggestion for follow 

আপনি যে ক্যাটাগরি গুলো সিলেক্ট করবেন এবার টুইটার সেই মতো আপনাকে সাজেস্ট করবে,আপনি চাইলে যাকে যাকে ফলো করতে চান তাকে ফলো করুন আর এখন না করতে চাইলে next করুন।

টুইটার ফলোয়ার

14- notifacation

রেগুলার নোটিফিকেশন চাইলেallow notifacation করুন অথবা না চাইলে skip for now করুন.

টুইটার কিভাবে খুলতে হয়

15- টুইটার হোমপেজ 

শেষ এবং অন্তিম স্টেপ মিনি উইন্ডো বন্ধ হয়ে এবার আপনার টুইটার হোমপেজে খুলেযাবে, আপনি let’s Go তে ক্লিক করে যা যা follow করতে চান ঠিক ফেসবুকের মতো যেমন- নিউস,স্পোর্টস,বলিউড,কমেডি,এন্টার্টেমেন্ট সেই পেজ গুলোকে ফলো করুন।

ডান দিকে উপরে “search twitter” এখানে যেকোনো বন্ধু বান্ধব,ফ্যামিলি মেম্বার,ideal,celebrity কে সার্চ করে follow করুন।

“whats happening” লেখা আছে ওখানে আপনি টুইট করে যেকোনো ফটো,ভিডিও etc শেয়ার করতে পারবেন।

টুইটার হোমপেজ য

শেষ কথা,

উপরে আমি টুইটার একাউন্ট খোলার নিয়ম গুলি বিস্তারিত আলোচনা করলাম।এবার আপনি স্মার্টফোনে টুইটার app ইনস্টল করে লগইন করে নিন,ফলে ফেসবুক এর মতো আপনি টুইটার কেও প্রতিনিয়ত ইউজ করতে পারবেন। কিছু দিন টুইটার ব্যবহার করলে এর সমস্ত functions ও features (ফাংশন বৈশিষ্ট্য) নিজে নিজেই বুঝতে পারবেন।

অনেকেই আছেন টুইটারে নতুন এক্ষেত্রে আমার ক্ষুদ্র টুইটার জীবন থেকে আপনাদের জন্য কিছু কথাঃ

১) প্রথমেই একে অন্যকে ফলো করি (আমার আইডি https://twitter.com/atikul_liman)। তাতে সবাই সবার টুইট গুলো পাব। আপনাদের আইডি গুলো কমেন্টে দিতে পারেন।
২) টুইটের চেয়েও বেশী কার্যকর রিটুইট, তাই সবাই একে অন্যের টুইট বেশী করে রিটুইট করি।
৩) দেশীয় কোন ইস্যু নিয়ে টুইট করার সময়ে সবসময় চেষ্টা করতে হবে বিদেশী মিডিয়া আর মানবাধিকার সংগঠন গুলোকে ট্যাগ করা। বিশেষ করে বিবিসি, আলজাজিরা, সিএনএন, ফক্সনিউজ, ডয়চে ভেলে, গ্লোবাল টাইমস, সিসিটিভি, আরটি(রাশিয়ান), আরটি ওয়ার্ল্ড (তুরষ্ক), হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ইত্যাদি।
৪) কোন ক্যাম্পেইন চলাকালে সবাই প্রতিটি টুইটেই একই হ্যাশট্যাগ ব্যবহার করা।
৫) নিজ নিজ অবস্থান থেকে একই হ্যাশট্যাগ সম্বলিত পোস্টার / ফেস্টুন করে তা নিজের ওয়ালে শেয়ার করা।
৬) টুইটের সময় খেয়াল রাখা যেন অপ্রীতিকর আর ভূয়া যেন কিছু না ছড়াই তখন বিরুধীপক্ষ এইটা নিয়া ট্রল করার সুযোগ পাবে।
৭) বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলিম সম্প্রদায় সেটা হোক কাশ্মীর, ফিলিস্থিন, উইঘুর, মিশর, অথবা ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাস সবার বিরুদ্ধে নিয়মিত ক্যাম্পেইন চালানো।
৮) আপনাদের পরিচিত সবাইকে টুইটারে সক্রিয় হতে উদ্বুদ্ধ করেন। নিজেরাও ফেইসবুকের চেয়ে টুইটারে সক্রিয় হতে সচেষ্ট হোন। 
 

 যাইহোক ,আশা করি আপনাদের twitter একাউন্ট খুলতে আর কোনো অসুবিধে হবে না। ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

পরকীয়ায় জড়িয়ে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে দুই সন্তানের জনক শাহবাগী ব্যারিস্টার নিঝুম মজুমদার!

Midnight Massacre in Dhaka by Security Forces of Bangladesh [WARNING GRAPHIC VIOLENCE]

শাহবাগী ফ্যাসিবাদী আন্দোলন সংশ্লিষ্ট সংগঠন গুলোর তালিকা