গানের কথা

 

মনটা যদি হইতো পূবাল হাওয়া

মনটা যদি হইতো পূবাল হাওয়া
হইতো যদি শুভ্র কবুতর
মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারই পথে
যেথায় আমার প্রিয় নাবী ঘুমায় নিরন্তর ।।

মনের মিনার উতল নিরবধী
কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি
রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর
যেথায় আমার প্রিয় নাবী ঘুমায় নিরন্তর ।।

মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও
আমার সালাম নবীর দেশে দিও
তাঁর বিরহে দু'চোখ ভাসে জলে...

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ 

 



 


Comments

Popular posts from this blog

সৌদি জোটের সামরিক আগ্রাসনের পর ইয়েমেনের কোন অংশ কারা নিয়ন্ত্রণ করছে?

‘ব্র্যাক’ এদেশে কি প্রতিষ্ঠা করতে চায়?

Midnight Massacre in Dhaka by Security Forces of Bangladesh [WARNING GRAPHIC VIOLENCE]