মাওলানা নিজামীর উপর মুজিববাদী ছাত্রলীগ ও বাম সন্ত্রাসীদের জঙ্গি হামলা
ভিডিও ডকুমেন্টারি-
পার্ট - ১
২৭ মে ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে এক অনুষ্ঠানে যোগ দিতে আসলে বিশ্ববিদ্যালয়ের মুজিববাদী ছাত্র নামধারী সন্ত্রাসীদের হাতে জামায়াতের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী প্রহৃত হন। সে সময় এই ঘটনা বেশ আলোচিত হয়েছিল। ৯ ছাত্রের বিরুদ্ধে মামলাও করা হয়। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহণ করে। তৎকালীন প্রধানমন্ত্রী নিজামীকে হাসপাতালেও দেখতে যান। দেখে নেওয়া যাক তৎকালীন পত্রিকায় প্রকাশিত মাওলানা নিজামীর উপর বর্বোরোচিত হামলার ঘটনা।
খবরে বলা হয়, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা মতিউর রহমান নিজামী গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অফিসে মুজিববাদী ছাত্রলীগ ও কয়েকটি বাম ছাত্র সংগঠনের সন্ত্রাসীদের বেদম প্রহারে মারাত্মকভাবে আহত হয়েছেন। ক্যাম্পাসে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের যে সভা ডেকেছিলেন তাতে যোগ দিতে গিয়ে তিনি ছাত্রদের হামলার শিকার হন। ভাইস চ্যান্সেলরের সিন্ডিকেট সদস্যবৃন্দ এবং জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতে ছাত্র নামধারী সন্ত্রাসীরা তার উপর হামলা করে এবং কিল ঘুষি মেরে এবং চেয়ার দিয়ে পিটিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে।
Comments
Post a Comment