ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসন বিরোধী আন্দোলনে শহীদ যারা
ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসন বিরোধী আন্দোলনে শহীদ যারা
17 killed, 500 injured in anti-Modi protests - New Age
মোদি বিরোধী বিক্ষোভে সারাদেশে নিহত ১৭
বি-বাড়িয়ায় এত সহিংসতার পেছনে কারণ কি ছিল?
২৬-০৩-২০২১ তারিখে শুরু হয়ে ২৯-০৩-২০২১ পর্যন্ত চলা ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসন বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন যারাঃ
হাটহাজারি মাদ্রাসার শহীদদের ঘটনার তথ্যসূত্র
মোদি বিরোধী বিক্ষোভে গুলি, হাটহাজারিতে নিহত ৪
ওয়াহিদুল ইসলাম। পিতা: সৈয়দুল ইসলাম। থানা: রাউজান। জেলা: চট্টগ্রাম।
শহীদ মাওলানা রবিউল ইসলাম, পিতা: আব্দুল জাব্বার, থানা: মনোহরগঞ্জ, কুমিল্লা।
পেশা: ছাত্র, হাটহাজারি মাদ্রাসা, চট্টগ্রাম।
শহীদ মেরাজুল ইসলাম, পিতা: কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা, সদর, জেলা, মাদারীপুর।
পেশা: ছাত্র, হাটহাজারি মাদ্রাসা, চট্টগ্রাম।
মাওলানা নাসরুল্লাহ। পিতা: জসিম উদ্দীন। থানা: বদলগাছি। জেলা: নওগাঁ।
পেশা: ছাত্র, হাটহাজারি মাদ্রাসা, চট্টগ্রাম।
বি-বাড়িয়ার শহীদদের তালিকাঃ
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত কর্মীদের উপর আ.লীগ-বিজিবি-পুলিশের গুলি, নিহত ৫
বি-বাড়ীয়ায় শহীদ ৫ জনের তথ্যসূত্র
শহীদ জুরু আলম (৪০), পিতা: আব্দুল লতিফ, গ্রাম সৈয়দপুর, সরাইল, বি বাড়িয়া।
পেশাঃ ওয়ার্কশপের দোকানী
শহীদ বাদল মিয়া (২২), পিতাঃ ইবাদুল ইসলাম, গ্রামঃ উপজেলা দিয়াই, সুনামগঞ্জ। পেশাঃ শ্রমিক, বিসিক শিল্প নগরী, নন্দনপুর, বি বাড়িয়া।
শহীদ সুজন মিয়া, পিতাঃ জুর আলি, গ্রামঃ মৈন্দ, ইউনিয়নঃ মজলিশপুর, সদর, বি বাড়িয়া।
শহীদ জুবায়ের, পিতাঃ গ্রাম, উপজেলাঃ দিয়াই, সুনামগঞ্জ। পেশাঃ স্থানীয় মাদ্রাসার ছাত্র।
শহীদ মুহাম্মদ কাউসার, পিতাঃ গ্রাম, ইউনিয়নঃ বুধল, সরাইল, বি বাড়িয়া।
বি-বাড়িয়ার আরো দুই শহীদের তথ্যসূত্র -
হাদিস মিয়া ওরফে কালন (২৩), পিতাঃ আলতাফ আলি, গ্রামঃ খাঁটিহাতা, ইউনিয়নঃ বুধল। সদর, বি বাড়িয়া।
আল আমিন (১২), পিতাঃ সফি আলি, গ্রামঃ সৈয়দটুলা, উপজেলাঃ সরাই্ল, বি বাড়িয়া।
শহীদ লিটন মিয়া (৩০), পিতাঃ (মৃত) মোজাম্মেল মিয়া(মোজাম ভাই), গ্রামঃ কাটানিশার, মুড়াহাটি, পোষ্ট অফিসঃ নোয়াগাও, থানাঃ সরাইল, জেলাঃ ব্রাহ্মণবাড়ীয়া।
লিটন মিয়া মোদি বিরোধী মিছিলে গুলিবিদ্ধ হওয়ার একদিন পর ২৯-০৩-২০২১ তারিখে শহীদ হোন।
তার এলাকার বন্ধুর পোস্ট লিঙ্ক-
Comments
Post a Comment