প্রগতিশীল ধর্মচিন্তক মাওলানা ওয়াহিদুদ্দিন খানের সাক্ষাৎকার
মাওলানা ওয়াহিদুদ্দিন খান: (জন্ম: ১ জানুয়ারি ১৯২৫) ভারতের উত্তরপ্রদেশের আজমগড় এলাকায় জন্মগ্রহণকারী আলোচিত-সমালোচিত ধর্মচিন্তক, পণ্ডিত এবং শান্তি কর্মী। ওয়াহিদুদ্দিন খান ১৯২৫ সালে ভারতের উত্তরপ্রদেশের আজমগড় জেলার বাধরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফরিদুদ্দিন খান এবং মায়ের নাম জেবুন্নিসা খাতুন। ১৯২৯ সালে তার বাবা মারা যান। তিনি ১৯৩৮ সালে মাদরাসাতুল ইসলাহ নামক একটি প্রথাগত ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হন এবং ১৯৪৪ সালে সেখান থেকে লেখাপড়া সমাপ্ত করেন। তিনি দিল্লি থেকে প্রকাশিত মাসিক রিসালা পত্রিকার সম্পাদক। বাংলা ভাষায় তার বেশ কিছু বই অনুবাদ হয়েছে। মূলধারার আলেমদের সাথে তার লেখা-চিন্তায় বেশ কিছু আপত্তি রয়েছে। লেখালেখির পাশাপাশি বিষয়ভিত্তিক জ্ঞানগর্ভ আলোচনার জন্যও তিনি ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে জনপ্রিয়। মাওলানা ওয়াহিদুদ্দিন খান ২০০০ সালের জ...