সৌদি জোটের সামরিক আগ্রাসনের পর ইয়েমেনের কোন অংশ কারা নিয়ন্ত্রণ করছে?
দরিদ্র রাষ্ট্র ইয়েমেনের সাথে ঐ অঞ্চলের প্রভাবশালী রাষ্ট্র তাদের প্রতিবেশী সৌদি আরবের রয়েছে দীর্ঘ কয়েক দশকের শত্রুতা! প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্যের ক্ষমতা পতনের পর ইবনে সৌদ যখন আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠা করেন তখন ইয়েমেন বাদে প্রায় সব আরব এলাকা নিজের নিয়ন্ত্রণে এনেছিলেন। পরবর্তীতে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে ১৯৩৪ সালেও একটি যুদ্ধ সংঘটিত হয়। নানান ঘটনার মধ্য দিয়ে এরপর পেরিয়ে গেছে বহু বছর। ২০১১ সালের ২৭শে জানুয়ারি। আরব বিশ্বের বিভিন্ন দেশে তখন ক্ষমতা পরিবর্তনের দাবিতে যে গণঅভ্যুত্থান চলছিল - তার ঢেউ এসে পৌছালো ইয়েমেনে। রাজধানী সানার রাস্তায় নেমে এলো হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে আরব বসন্ত ঠেকানো খুবই জরুরি হয়ে পড়েছিল সৌদিসহ বেশিরভাগ আরব দেশের শাসকদের জন্য। সৌদি আরবের সীমান্তের পাশের প্রতিবেশি ইয়েমেনে যদি তাদের মদদপুষ্ট স্বৈরশাসকের পতন ঘটে তাহলে সৌদি রাজতন্ত্রের জন্য তা বিরাট হুমকি হয়ে উঠতে পারে। যেকোনো সময় আরব দেশগুলোতে রাজতন্ত্রের বিরুদ্ধে গণবিস্ফোরণ ঘটতে পারে। সেই আশংকা থেকে সৌদি আরব এ অঞ্চলে তার মিত্রদেরকে নিয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। আম...