টুইটারে একাউন্ট খোলার নিয়ম
টুইটার একাউন্ট খুলবেন কিভাবে? বর্তমানে দেশবিদেশের খবরাখবর হোক বা বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ, গল্প, টাইম পাস সব কিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সাধারণত আমরা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হিসাবে ফেসবুক কে বেশি ব্যবহার করে থাকি। তবে যেকোন দেশীয়-আন্তর্জাতিক ইস্যুতে বিশ্বের নজর কাড়ার জন্য কিংবা ব্যাপক আকারে ক্যাম্পেইনের জন্য টুইটারের বিকল্প কোন শক্তিশালী প্লাটফর্ম এখনো গড়ে উঠেনি। তবে আমরা বাংলাদেশীরা ফেসবুকের মতো টুইটার সেইভাবে ইউজ করিনা। আমাদের মধ্যে অনেক বন্ধু আছেন যারা Twitter ব্যবহার করতে চান, কিন্তু জানেন না কিভাবে সেখানে একাউন্ট বানাতে হয়, তাই আমি এই আর্টিকেলে আলোচনা করবো কিভাবে নিজেই একটি টুইটার একাউন্ট খুবনেন। টুইটার কী? টুইটার এর কাজ কি? ( What is Twitter and How does it work ) Twitter account খোলার নিয়ম গুলি জানার আগে আমরা টুইটার সম্পর্কে কিছু জেনে নেয়। এটি মূলত একটি মাইক্রো ব্লগিং সাইট। একে বলা হয় Real time social networking সাইট। এখানে টুইটার ব্যবহারকারীরা তাঁদের মুহূর্তগুলো শেয়ার করে থাকেন। ২০০৬ সালের মার্চ ...