'স্বৈরাচার নিপাত যাক', 'গণতন্ত্র মুক্তি পাক'

১০ই নভেম্বর, ১৯৮৭ সাল। প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগ এবং গণতন্ত্রের দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকার সচিবালয় অবরোধের ডাক দিয়েছিল বিরোধী দলগুলো। অবরুদ্ধ নগরীতে সেদিন রাস্তায় নেমেছিল এক তরুণ, নূর হোসেন। তার বুকে পিঠে স্বৈরতন্ত্রের পতন আর গণতন্ত্রের দাবিতে লেখা শ্লোগান। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার আগে তোলা নূর হোসেনের ছবি পরবর্তীকালে হয়ে উঠে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্খার প্রতীক।

 

 

নূর হোসেন 

 

 

 নূর হোসেন যেন ছিলেন এক জীবন্ত পোস্টার, তাকে ঘিরেই ভিড় করছিল জনতা

 

 

১০ই নভেম্বর শেখ হাসিনার গাড়িবহরের কাছে নূর হোসেন। দিনু আলমের তোলা ছবি। এর কিছু পরেই নূর হোসেন গুলিবিদ্ধ হন। 

 

 

 নূর হোসেনের আলোকচিত্র হাতে ফটোসাংবাদিক পাভেল রহমান

 

 

 পত্রিকার পাতায় ১০ই নভেম্বরের ঘটনার খবর

 

 

 ঢাকায় সচিবালয়ের পাশের রাস্তায় পুলিশের মুখোমুখি বিক্ষোভকারীরা

 

 

 

 সেদিন পুলিশের গুলিতে নিহত হয়েছিল আরও কয়েকজন।

 

 

 

 ঢাকার রাজপথে সেদিন মানুষের ঢল নেমেছিল।

 

 

 চারপাশ থেকে সচিবালয় অবরোধ করে রেখেছিল বিক্ষোভকারীরা

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

সৌদি জোটের সামরিক আগ্রাসনের পর ইয়েমেনের কোন অংশ কারা নিয়ন্ত্রণ করছে?

‘ব্র্যাক’ এদেশে কি প্রতিষ্ঠা করতে চায়?

Midnight Massacre in Dhaka by Security Forces of Bangladesh [WARNING GRAPHIC VIOLENCE]