ভারত জুজু আর পাকিস্তান জুজু - মাল্টিপল চয়েস কোশ্চেন, বেছে নিন, বুঝে নিন

 

ভারত জুজু আর পাকিস্তান জুজু - মাল্টিপল চয়েস কোশ্চেন, বেছে নিন, বুঝে নিন

 ভারত, পাকিস্তান ও বাংলাদেশের এক হওয়া উচিৎ: মহারাষ্ট্রের মন্ত্রী | The  Daily Star Bangla

 

[১] 

গত ৪২ বছরে কোন ভাষা এদেশের উঠতি প্রজন্মের ভেতরে জনপ্রিয়তা পেয়েছে ?

ক) হিন্দি খ) উর্দু

 

[২]

কোন দেশের শিল্পিরা এদেশে ঘনঘন আসে কালচারাল শো করার নামে ?

ক) ভারত খ) পাকিস্তান

 

[৩] 

কোনদেশ আমাদের বাজারে বৈধ এবং অবৈধ (চোরাচালানী) ভাবে বাৎসরিক ৫০০০ হাজার কোটি টাকার ব্যবসা করে , বিনিময়ে ওদের মার্কেটে ১০০ কোটি টাকার ব্যবসাও করতে দেয় না আমাদের ব্যবসায়িদের ?

ক) ভারত খ) পাকিস্তান 

 

[৪] 

কোন দেশের চলচ্চিত্র এদেশে দেশীয় চলচ্চিত্রের ভাত মেরে দিয়েছে ?

ক) ভারত খ) পাকিস্তান

 

[৫] 

কোন দেশ ফ্রি করিডোর পেয়েছে বাংলাদেশ থেকে , ট্রানসিট নয় ?

ক) ভারত খ) পাকিস্তান

 

[৬] 

কোন দেশের সীমান্তরক্ষি বাহিনীর অফিসাররা ২০১১ 'র ২৫ শে ফেব্রুয়ারিতে ডিনার পার্টি করে ফুর্তি করেছিলো যেই ২৫ শে ফেব্রুয়ারি আমাদের ৫৭ জন বীর অফিসার বিডিয়ার হত্যাকান্ডে শহীদ হয়েছিলেন ?

ক) ভারত খ) পাকিস্তান

 

[৭] 

কোনদেশ আমাদের ন্যায্য পাওনা নদীর পানি  মাস্তানের মত কেড়ে নেয় ,  কে বানিয়েছে ফারাক্কা বাঁধ - পদ্মাকে মৃত নদী বানাতে , কে বানাচ্ছে টিপাইমুখ বাঁধ ?

ক) ভারত খ) পাকিস্তান 

 

[৮] 

পুরো ক্রিকেট বিশ্বে  কোনদেশ আমাদের ক্রিকেট দলকে তাদের দেশে সিরিজ খেলতে অস্বীকার করেছে ?

ক) ভারত খ) ইংল্যান্ড গ) অস্ট্রেলিয়া ঘ) পাকিস্তান 

 

[৯] 

কোনদেশ চোরের মত করে আমাদের জামদানি আর আমের পেটেন্ট নিজেদের নামে করে ফেলে ?

ক) ভারত খ) পাকিস্তান 

 

[১০]  

কে আমাদের সীমান্তে পাখির মত গুলি করে বাংলাদেশী মানুষ মারে [ গত ১০ বছরে ১০০০+ ] ?

ক) ভারত খ) পাকিস্তান

 

[১১] 

আমাদের মিগ-২৯ বিমানগুলোর রক্ষনাবেক্ষনের বর্গা দেয়া থাকে কোন দেশের কাছে ?

ক) ভারত খ) পাকিস্তান

 

[১২] 

কে আমাদের সমুদ্রসীমায় আগ্রাসী মাস্তানী করে ? আমাদের খনিজ সম্পদপূর্ণ সমুদ্র ব্লকের মালিকানা জোর করে দখল করতে চায় ?

ক) ভারত খ) পাকিস্তান 

 

[১৩] 

কোনদেশের সব নিচুমানের গাড়ির জন্য এদেশের মার্কেট খুলে দেয়া হয়েছে জাপানিজ গাড়িতে ট্যাক্স বাড়িয়ে ?

ক) ভারত খ) পাকিস্তান 

 

[১৪]

কোন দেশটি যখন তখন আমাদের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাক গলায় , চোখ রাঙ্গায় ?

ক) ভারত খ) পাকিস্তান

 

[১৫]

১৯৭৫ পরবর্তী সময়ে কাদের সিদ্দিকিকে অস্ত্র দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে সাহায্য করেছিলো কে ? 

পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনিকে অস্ত্র দিয়ে বাংলাদেশকে অশান্ত করে তোলে কে ?

ক) ভারত খ) পাকিস্তান 

 

[১৬] 

সমুদ্র সীমান্তে মাছ ধরতে যাওয়া বাংলাদেশী জেলেদেরকে ধরে নিয়ে লুট করে কে ? ওদের কে জেলে পুরে কে ?

ক) ভারত খ) পাকিস্তান 

 

[১৭] 

কোনদেশের অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রিকে সম্বোধন করা হয় মুখ্যমন্ত্রী ?

ক) ভারত খ) পাকিস্তান

 

[১৮] 

কোনদেশ এবং তার প্রচারমাধ্যম বাইরের বিশ্বে আমাদেরকে জংগি রাস্ট্র হিসাবে প্রচার করে ক্ষতি করতে চায় ?

ক) ভারত খ) পাকিস্তান 

 

[১৯] 

কোনদেশের লোকেরা এসে আমাদের দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর চিফ বনে যায় যেখানে আমাদের দেশীয় মেধাবিরা যথেষ্ট যোগ্য হওয়ার পরও সুযোগ পায়না ?

ক) ভারত খ) পাকিস্তান

 

[২০]

কোনদেশের রাষ্ট্রদুত আমাদের ন্যায্য পানির দাবিতে সোচ্চার পানি বিশেষজ্ঞদেরকে "তথাকথিত" বলার স্পর্ধা দেখায় আমাদের দেশের ভেতরে বসেই ?

ক) ভারত খ) পাকিস্তান 

 

[২১]

কোনদেশের কারনে আমাদের দেশীয় পোল্ট্রি শিল্প ধ্বংসের মুখে ?

ক) ভারত খ) পাকিস্তান

 

[২২] 

কোন দেশের স্যাটেলাইট চ্যানেল আমাদের দেশে অবাধে চলে , কিন্তু আমাদের চ্যানেল ওদের আকাশে প্রবেশাধিকার পায়না ?

ক) ভারত খ) পাকিস্তান    

 

[২৩]

কোন দেশের টেলিকম কোম্পানীকে [এয়ারটেল] প্রায় বিনাট্যাক্সে একটি মোবাইল কোম্পানীর মালিকানা পাইয়ে দেয়া হয়?

ক) ভারত খ) পাকিস্তান  

 

[২৪]

গত ৪০ বছরে কোন দেশ আমাদের সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ফেনসিডিল ঢুকায়?

ক) ভারত খ) পাকিস্তান  

 

জাস্ট রাজনীতি মাথা থেকে নামিয়ে প্রশ্নগুলোর উত্তর বেছে নিন।

কাদের কারনে আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছি ? 

ভারত জুজু আর পাকিস্তান জুজু - কোনটা আসলেই আছে , কোনটা আসলেই নাই ?

 

আপনারা চাইলে আরও যোগ করুন কমেন্টে - আমি এডিট করে এখানে যোগ করে দিবো।  

Comments

Popular posts from this blog

পরকীয়ায় জড়িয়ে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে দুই সন্তানের জনক শাহবাগী ব্যারিস্টার নিঝুম মজুমদার!

Midnight Massacre in Dhaka by Security Forces of Bangladesh [WARNING GRAPHIC VIOLENCE]

শাহবাগী ফ্যাসিবাদী আন্দোলন সংশ্লিষ্ট সংগঠন গুলোর তালিকা